
স্পোর্টস ডেস্ক :ইস্টবেঙ্গলের তিনি অন্ধভক্ত। আর সেই কারণে শনিবার কলকাতা লিগের ডার্বিতে এসে ম্যাচ উপভোগ করলেন সিপিএম নেত্রী দিপ্সিতা ধর। এদিন ভিভিআইপি গ্যালারিতে দেখা যায় তাকে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তাকে স্বাগত জানান আর ভবিষ্যতে ইস্টবেঙ্গলের ম্যাচে এভাবে মাঠে আসতেও বলেন। গত লোকসভা নির্বাচনে শ্রীরুমপুরের প্রার্থী হলেও তৃণমূলের কল্যাণ বন্দোপাধ্যায়ের কাছে হেরে যান দিপ্সিতা। তবে তার লড়াই সকলের মন কেড়েছে। বর্তমানে রাজ্য রাজনীতির অতি পরিচিত মুখ বালির এই বাম নেত্রী। এদিন যদিও তিনি বেশ খুশি কারণ তার দল ইস্টবেঙ্গল ডার্বিতে মোহনবাগানকে ২-১ গোলে হারায়। আর দলের পরে সোশ্যাল সাইটেও নিজের খুশির মুহূর্ত ভাগ করে নেন। যদিও এদিনের শততম কলকাতা লিগের ডার্বিতে মাঠে তেমন দর্শক হয়নি।