
সুনন্দা দত্ত,হুগলী: শনিবার সকালে কর্মী ও সমর্থকদের নিয়ে জোর কদমে প্রচার সারলেন শ্রীরামপুরে বাম প্রার্থী দিপ্সিতা ধর।এদিন তিনি উত্তরপাড়ার মাখলা অঞ্চলে একটি বর্ণাঢ্য নির্বাচনী র্যালির মাধ্যমে জনসংযোগ করেন । প্রচারের ফাঁকে এ দিন তিনি উত্তরপাড়া অঞ্চলের বেআইনি নির্মাণ নিয়ে সরব হন।পাশাপাশি জি টি এর শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে , বলেন বামপন্থীরা বারবার কোর্টের শরণাপন্ন হয়েছে বিভিন্ন রকম নিয়োগ দুর্নীতি নিয়ে। অপরদিকে রাজ্যের সরকার নিয়োগ দুর্নীতিতে যারা টাকা খেয়েছে তাদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে। এবং কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেন অন্য দলে দুর্নীতি করে বিজেপিতে চলে গেলেই তিনি ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যান। গোটা ভারতবর্ষের মানুষ সব দেখছে। লোকসভা নির্বাচনে মানুষ উপযুক্ত জবাব দেবে।