
সুরজিত দাস, নদীয়া :- গেম খেললে মিলতে পারে আপনারও প্রেমিকা! এবং পরবর্তীতে সুযোগ আসতে পারে বিয়েরও! কি ভাবছেন মজার ছলে বলা হচ্ছে? আসলে এমনই এক গল্পকে বাস্তবে রূপান্তরিত করে দেখালো শান্তিপুর রাধানগর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস।
করোনা কালে লকডাউন থাকাকালীন অনেকেই মোবাইলের গেমের প্রতি আসক্ত হয়ে গিয়েছিলেন! দিনরাত মোবাইলে গেম খেলেই করোনা কাল পার করেছেন অনেকেই। তবে এই মোবাইল গেমের লাভ-ক্ষতির অংক হিসেব করে দেখা গেলে বেশিরভাগ মানুষের ক্ষতির পরিমাণ বেশি হলেও সুব্রত বিশ্বাসের আখেরে লাভই হয়েছে। জানা গেছে, করোনা কালে ফ্রী ফায়ার গেম খেলার সময় পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে যা খুব একটা স্বাভাবিক বিষয় নয় কারণ গেম খেলতেন বেশিরভাগ যুবকরা। তবে একদিন যুবতীর কণ্ঠস্বর ভেসে আসার পর আগ্রহবশত গেমের মেসেঞ্জারে যোগাযোগ নাম্বার বিনিময় এরপর ঘনিষ্ঠ পার্টনার হয়ে অনলাইনে চলে গেম খেলা। এরপর সেই কথোপকথন থেকেই হয় বন্ধুত্ব এবং শেষে প্রেম। যার অন্তিম পর্যায়ে গিয়ে দাঁড়ায় বর্তমানে বিয়ে!
সুব্রত এবং প্রীতি জানাচ্ছে, বর্তমানে সংসার এবং কর্মব্যস্ততা চাপে আর গেম খেলা হয় না। তবে গেমের যেমন ভালো দিক রয়েছে তেমন মন্দ দিকও রয়েছে। বিশেষ করে তারা বাচ্চাদের বেশি সময় ধরে মোবাইল গেম এর প্রতি আসক্ত হতে বারণ করলেন। এবং তার সাথে মজার ছলে তারা জানালেন যেসব ছেলেরা এখনো অবিবাহিত তারা একবার অবসর সময়ে গেম খেলে যাচাই করে দেখতেই পারেন।
ভিডিও দেখুন-