
সুরজিত দাস,নদীয়া: গত শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নদীয়ার মাঝদিয়ায় তিনটি বাঙ্কারের হদিস পায় বিএসএফ। তারপর গত শনিবার বাংকার উদ্ধার করতে গিয়ে আরও একটি নতুন বাঙ্কারের খোঁজ পায় বিএসএফ আধিকারিকরা।এই নিয়ে মোট চারটি বাঙ্কার উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী। চারটি বাঙ্কার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বাষট্টি হাজারেরও বেশি নিষিদ্ধ কাফ সিরাপ। গতকাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং বিএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং প্রতিটি বাংকার পরীক্ষা করে দেখেন। গতকাল থেকে নারকোটিক্স কন্ট্রোল দফায় দফায় নদীয়ার মাজদিয়াতে উদ্ধার হওয়া বাংকারের ভৌগোলিক অবস্থান এবং তার সঙ্গে কিভাবে এই বাঙ্কার গুলি থেকে মাদক কারবার চলছিল তার তদন্ত শুরু করেছে। বিএসএফ সূত্রে খবর সোমবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং বিএসএফ আধিকারিকরা উদ্ধার হওয়া নিষিদ্ধ কাশির সিরাপ কৃষ্ণনগর আদালতে দাখিল করবে।
রবিবার বাঙ্কারের খবর করতে গিয়ে এক স্থানীয় বাসিন্দার বাধার সম্মুখীন হয় সাংবাদিকরা। সেই বিষয়ও জানানো হয়েছে বিএসএফকে। সে বিষয়ে তদন্তও শুরু করেছে তারা। তবে এখনও সেই নিয়ে মুখ খুলতে চাননি কোনও বিএসএফ আধিকারিকরা।