
ওঙ্কার ডেস্কঃ সীমান্ত দিয়ে অবৈধ পারাপার এবং বাল্যবিবাহ রুখতে স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করল রানাঘাট জেলা পুলিশ। এদিন নদীয়ার বগুলা বাজারে স্কুলের ছাত্র-ছাত্রী এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে সচেতনতা শিবির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ, অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সহ একাধিক পুলিশ আধিকারিকরা।
মূলত ধানতলা থানা হাঁসখালি থানা সহ একাধিক থানার বিভিন্ন এলাকা সীমান্ত পার্শ্ববর্তী হওয়ায় সেই সমস্ত সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে যাতায়াত করে দুই বাংলার মানুষ। আর তাদের সাহায্য করে কিছু ভারতীয় দালাল , যারা এই কাজে তাদের সাহায্য করে। তাদের কড়া বার্তা দিয়ে এদিন রানাঘাট পুলিশ জেলার সুপার বলে, তারা এখনও পর্যন্ত এইরকম ১০০ ভারতীয় দালালকে গ্রেফতার করেছে হয়েছে। যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদেরও পুলিশ আগামী দিনে গ্রেফতার করবে।অন্যদিকে এই এলাকার প্রত্যন্ত অঞ্চলে এখনও বাল্যবিবাহ হতে দেখা যায়। সে বিষয়েও তিনি বিশ্লেষণ করে ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করেন।