
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম: কুলতলীর পর বাঘের আতঙ্ক ঝাড়গ্রামের বেলপাহাড়িতে । মঙ্গলবার সকালে মাঠে কাজ করতে গিয়ে বাঘ দেখে ভয়ে অজ্ঞান হয়ে যান এক মহিলা। পরে ওই মহিলার চিৎকার করতে বাঘটি পালিয়ে যায় আছড়া ডুংরিতে। জানা গেছে সকালবেলা চাষের জমিতে ধান রোপন করতে গেছিলেন ঐ গৃহবধূ। সেখানে গিয়ে দেখেন জমিতে রোদ পোহাচ্ছে একটি বাঘ। ,বাঘ দেখেই ঘটনা স্থলে বাঘ বাঘ চেঁচাতে চেঁচাতে অজ্ঞান হয়ে পড়েন ঐ গৃহ বধূ, সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা এসে তাঁকে উদ্ধার করে ঘরে নিয়ে যান, খবর দেওয়া হয় বন দপ্তর কে ।পরে এক বন দপ্তর কর্মী এসে ঘটনাস্থল পরিদর্শন করেন । এলাকার সাধারণ মানুষের বক্তব্য বনদপ্তর সঠিকভাবে কাজ করছে না, সেজন্য এই রয়েল বেঙ্গল টাইগার টি এখনো পর্যন্ত অধরা রয়েছে। যার ফলে বেলপাহাড়ির আছড়া ডুমরি, বালিচুয়া, কটুচুয়া, সহ মাছগড়িয়া গ্রামের মানুষেরা আতঙ্কে রয়েছেন।