
গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগনা: ‘জীবনের ধন কিছুই যায় না ফেলা’ তারই নিদর্শন গঙ্গাসাগর মেলায়। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ এই মেলায় এসে ভিড় জমিয়েছিলেন। মেলায় আগত পুণ্যার্থীদের সমাগমে সাগর চত্বরে জড়ো হয়েছে প্রচুর আবর্জনা। সেই ফেলে দেওয়া জিনিস কাজে লাগিয়ে কীভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র বানানো যায় সেই উদ্যোগ নিয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের উদ্যোগে মেলা শেষের পরে কাচের বোতল, পুরানো কাপড় এবং অন্যান্য জিনিস সংগ্রহ করা হচ্ছে । এমনকি গঙ্গাসাগরে পুণ্যার্থীদের বর্জ্য পদার্থ সংগ্রহ করা হচ্ছে,সেগুলি দিয়েই তৈরি হবে গঙ্গাসাগরের বিভিন্ন রাস্তা।
গত ৮ জানুয়ারি শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তির স্নান উপলক্ষে এলাহাবাদে আয়োজিত কুম্ভ মেলার পরে সবথেকে বড় মেলা হল এই গঙ্গাসাগর মেলা। এবছর ১ কোটি ৪৫ লক্ষেরও বেশি পুণ্যার্থীদের সমাগম হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ফেলে দেওয়া জিনিস থেকেই আবার তৈরি রাস্তার কাজ। এখন দেখার কীভাবে এই কাজ সম্পন্ন হয়,সেদিকেই নজর এলাকাবাসীর।
ভিডিও দেখুন-