
সুকান্ত চট্টোপাধ্যায়,উত্তর চব্বিশ পরগনা: জিবি সিন্ড্রোম ভাইরাসের আতঙ্ক উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় -জগদ্দলের বিস্তীর্ণ এলাকায়। সম্প্রতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে ভাটপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের এক কিশোরের মৃত্যু হওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে। অপরদিকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জিবি সিন্ড্রোম ভাইরাসের প্রকোপে একাধিক ব্যাক্তির মৃত্যুর ঘটনা সামনে আসার পরেই স্বাস্থ্য দপ্তরের তরফে একাধিক বৈঠক করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত হাসপাতালকে জিবি সিন্ড্রোম ভাইরাসের সর্তকবার্তা দিতে চলেছে স্বাস্থ্য ভবন।বৃহস্পতিবার ভাটপাড়া পুরসভার তরফ থেকে আশা কর্মীদের দল পাঠানো হয় মৃত ওই কিশোরের বাড়িতে ।এবং পার্শ্ববর্তী প্রায় ১০০ টি বাড়িতে খোঁজখবর নেওয়া হয়। এই বিষয়ে পুরসভার স্বাস্থ্য দপ্তরের সি আই সি নুরে জামাল বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। খবর পাওয়ার পরেই আমাদের সমস্ত পুরকর্মীরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে সচেষ্ট হয়েছে।পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।