
জয়ন্ত সাহা, ওঙ্কার বাংলা: দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল অজয় নদের দরবার ঘাট থেকে অবৈধভাবে বালি তোলা হয়। আর সেই অভিযোগ পেয়ে আসানসোলের জামুরিয়ার দরবারডাঙা ঘাট পরিদর্শন করতে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ, সেই সময় বেশকিছু লোক তাঁর উপর চড়াও হয়, বিজেপি নেতার উপর হামলার চেষ্টা করে তারা।
স্থানীয় মানুষরা জানান, দরবার ঘাট থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে অনেকদিন ধরে। এইভাবে চলতে থাকলে জল প্রকল্পের ক্ষতি হবে, যার ফলে স্থানীয় মানুষজন পানীয় জলের সমস্যায় পড়বেন। তা সত্ত্বেও এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেন, জল প্রকল্পের ক্ষতি হলে বহু মানুষ পানীয় জল পাবেন না। দূর থেকে পানীয় জল আনতে হবে বহু পরিবারকে। দলমত নির্বিশেষে সিপিআইএম, বিজেপি, তৃণমূল সমস্ত পরিবার এর ফলে বিপাকে পড়বেন বলে জানান তিনি। সেই সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি হুঁশিয়ারি দেন, অবৈজ্ঞানিকভাবে ও অবৈধ ভাবে বালি তোলা বন্ধ না হলে বিজেপি আগামী দিনে আন্দোলনে নামবে ।
ভিডিও দেখুন-