
আমজাদ আলী শেখ, পূর্ব বর্ধমান : দিকে দিকে যখন পুলিশের নামে একাধিক অভিযোগ উঠছে, তখন নিজের কাজের জন্য প্রশংসিত হচ্ছেন গলসি থানার ওসি। সুত্র মারফত জানা গেছে, গুসকরা বর্ধমান ভায়া গলিগ্রাম বাসে চড়ে গলসিতে মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিলেন ৩২ জন পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রের থেকে প্রায় দশ কিলোমিটার দুরে বনসুজাপুর রেল গেটের সামনে আচমকা খারাপ হয়ে যায় বাসটি। কোনও উপায় না থাকায়, হাটতে শুরু করে পরীক্ষার্থীরা। তা দেখে এলাকার ভিলেজ পুলিশ সৌভিক সাম খবর দেন গলসি থানার ওসি অরুন কুমার সোমকে। কালবিলম্ব না করে পাঁচ থেকে ছয়টি গাড়ি নিয়ে তিনি পৌঁছে যান বনসুজাপুর রেলগেটে। সঙ্গে সঙ্গেই সেই গাড়িগুলি করে ৩২ জন পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হয় পরীক্ষাকেন্দ্রে। অপরদিকে পরীক্ষাকেন্দ্র থেকে বের হয়ে আসতেই ওসি জানতে পারেন গলিগ্রাম বাস স্ট্যান্ডে ছয় জন মাধ্যমিক পরীক্ষার্থী দীর্ঘক্ষণ বাস না পেয়ে দাড়িয়ে রয়েছেন। গাড়ি ঘুরিয়ে দ্রুত আসেন গলিগ্রাম বাসস্ট্যান্ডে। ছয় পড়ুয়াকে নিজের গাড়ি করে গলসি উচ্চ বিদ্যালয় ও কালিমতীদেবী উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেন।
ওসির এমন কাজের প্রশংসা করেছেন প্রত্যক্ষদর্শীরাও। তারা জানান, সময়মত ওসি না আসলে পরীক্ষার্থীরা টাইম মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারত না। কাজের মধ্য দিয়েই তাঁরা পুলিশের মানবিক দিকটিও দেখতে পেয়েছেন। এমন দুঃসময়ে সহযোগিতার জন্য ওসিকে ধন্যবাদ জানিয়েছেন পরীক্ষার্থীরা।