
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: ডুয়ার্সের প্রায় এক মাস ধরে পাতা খাঁচায় অবশেষে বন্দি হল চিতাবাঘ। রবিবার ভোরে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসার পাদ্রি কুঠি এলাকায় স্থানীয় বাসিন্দারা শুনতে পান চিতা বাঘের গর্জন। কাছে গিয়ে দেখে বিশালাকৃতি এক চিতা বাঘ ধরা পড়েছে খাঁচায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বনদফতরের খুনিয়া স্কোয়াডে। খুনিয়া স্কোয়াডের অফিসার সজল কুমার দে সহ অন্যান্য বন কর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা যায় পরিবর্তিতে বাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় লাগাদার চিতা বাঘের হামলা হচ্ছিল। প্রায় এক মাস আগে খাঁচা বসানো হলেও কিছুতেই ফাঁদে পরছিল না এই ধূর্ত চিতা বাঘ। অবশেষে শনিবার রাতে সেটি খাঁচা বন্দি হয়। চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ায় অনেকটাই স্বস্তি ফিরেছে।
ভিডিও দেখুন-