
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগণা: বাঘের পর এবার কুমিরকে ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কুমিরকে লোকালয়ে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা। শিক্ষক স্নেহাংশু মাইতি কুমির দেখা মাত্রই খবর দেন বনদফতরে।
সঙ্গে সঙ্গে বনকর্মীরা এসে পুকুরের চারপাশ জাল দিয়ে ঘিরে ফেলে এবং কুমিরটিকে পাকড়াও করে। বনদফতর সুত্রে জানা গিয়েছে, কুমিরটিকে রামমোঙ্গা রেঞ্জ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হবে কুমিরটিকে।