
ওঙ্কার ডেস্ক: আবারো এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ উঠল। এবার গণস্বাক্ষর দিয়ে এই অভিযোগ আনলেন বিধান নগর পুরসভার কয়েকজন মহিলা স্বাস্থ্যকর্মী। এই অভিযোগটি বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ একাধিক পুরোকর্তা আধিকারিকদের কাছে পৌঁছেছে। যেই চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ওই চিকিৎসক বিধান নগর পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত। অভিযোগ উঠলেও অভিযুক্তি অস্বীকার করে চিকিৎসক
। তিনি দাবি জানান তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
মহিলা স্বাস্থ্যকর্মীরে অভিযোগ জানান ওই চিকিৎসক কুরুচিকর মন্তব্য যৌন ইঙ্গিত এমনকি এক মহিলাকে কু প্রস্তাব ও দেয়। জানা যাচ্ছে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুসুমকুমার অধিকারী ওই চিকিৎসকের করা পুরো ঘটনার কথা জানতে চেয়েছেন।
অন্যদিকে চিকিৎসক দাবি করেন এই পুরো বিষয়টি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তাকে ফাঁসানো হচ্ছে। তিনি আরো বলেন তাকে সরিয়ে দেওয়ার জন্যই এই ষড়যন্ত্র।
এই ঘটনার পর অনেকে মনে করছে এর মধ্যে কোন রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা।