
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগণা : কাকদ্বীপ সুভাষ নগরের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। সূত্র মারফত জানা গিয়েছে, কিছুদিন আগে ইডির একটি দল জগন্নাথ গুপ্ত কলেজে হানা দেয় এবং যে সমস্ত শিক্ষার্থীরা বিশেষ কোটায় এমবিবিএস ডিগ্রিতে ভর্তি হয়েছে তাঁদের তালিকা তৈরি করে। সেই তালিকাতেই নাম রয়েছে কাকদ্বীপের সুভাষ নগরের স্বর্ণ ব্যবসায়ী দিলীপ সাউ এর মেয়ে ডোনা সাউয়ের।
অনুমান করা হচ্ছে এই কারণেই বৃহস্পতিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ইডির এক বিশেষ দল পৌঁছয় কাকদ্বীপের সুভাষ নগর এলাকার এই স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে। পাশাপাশি ব্যবসায়ীর বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী।