
সুরজিৎ দাস, নদীয়া : ফের বাংলার চিকিৎসা পরিষেবা প্রশ্নের মুখে। ক্ষতিকারক ব্যকটেরিয়া যুক্ত গ্লাভস এবং ভেজাল ইনজেকশনের পর এবার এক্সপায়ার ডেটের ওষুধ দেওয়ার অভিযোগ উঠলো শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। জানা গেছে, শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের পাল পাড়ার বাসিন্দা রাজু ভৌমিক গত শুক্রবার দাঁতের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে বাড়িতে ফিরে রাজু ভৌমিক ওষুধ খেতে গিয়ে লক্ষ্য করেন যে ওষুধ তাকে দেওয়া হয়েছিল,তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ঘটনাটি সামনে আসার পর জানা যায় শুধুমাত্র রাজু ভৌমিকই নন আরও অনেক রোগীকেও দেওয়া হয়েছেএক্সপায়ার্ড ওষুধ। ঘটনার জেরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সমগ্র রাজ্যের চিকিৎসা পরিষেবার মান যত দিন যাচ্ছে নিম্ন থেকে নিম্নতর হয়ে চলেছে বলে অভিযোগ করছেন বিরোধীরা।