
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : পাকড়াও হল বাংলাদেশী অনুপ্রবেশকারীদের প্রধান ‘লিংক ম্যান’। সিমান্তের তারের বেড়া কেটে অর্থের বিনিময়ে বাংলাদেশীদের ভারতে প্রবেশ করানোই হল তার প্রধান কাজ। আর সেই কাজ করতে গিয়েই এবার এনজেপি থানার পুলিশ হাতেনাতে ধরল “লিংক ম্যান” বিপুল অধিকারীকে।
সূত্র মারফত জানা গিয়েছে, বিগত ২৩শে জানুয়ারী ফুলবাড়ী আমাইদিখি থেকে গ্রেপ্তার করা হয় দুই বাংলাদেশী অনুপ্রবেশকারীকে। দুই অনুপ্রবেশকারীর নাম আতাউর রহমান ও ফেরদৌস আলম। আতাউর বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা এবং ফেরদৌসের বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। দুই অনুপ্রবেশকারীকে পাকড়াও করার সময়ই সেখান থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় বিপুল অধিকারী। ধৃত দুই জনের কাছ থেকে উদ্ধার হয় হাইড্রোলিক কাটার,সহ একাধিক তার কাটার সরঞ্জাম।
পুলিশ সুত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, হলদিবাড়ির মানিকগঞ্জ এর অধিকারী পাড়ার বাসিন্দা বিপুল অধিকারী। অনুপ্রবেশকারীদের বিপুলই ভারতে আসতে সাহায্য করেছে। দীর্ঘ একমাস চিরুন তল্লাশির পর অবশেষে শুক্রবার ‘লিংক ম্যান’ বিপুল অধিকারীকে গ্রেফতার করল এনজেপি থানা। তাছাড়াও জানা গিয়েছে, ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।