
নদীয়া, সুরজিৎ দাস: বাবার হাতে খুন চার বছরের শিশু কন্যা। চাঞ্চল্য নদীয়া জেলায়। সূত্র মারফত জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় প্রায়শই স্ত্রী ও মেয়ের উপর অত্যাচার করতেন নদীয়ার ধুবুলিয়া থানার ধুবুলিয়া দু’নম্বর পঞ্চায়েতের মায়াকুল এলাকার বাসিন্দা অভিযুক্ত বুদ্ধদেব ঘোষ ওরফে বুদু ঘোষ।
ঘটনার দিনও মদ্যপ অবস্থায় ঘরে ফিরে অশান্তি শুরু করে অভিযুক্ত বুদ্ধদেব ঘোষ। তারপরই স্ত্রী মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যেতে চাইলে তাঁকে বাধা দেয় অভিযুক্ত। তারপরেই মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাইরে নিয়ে গিয়ে প্রথমে নির্মম ভাবে মাটিতে আছাড় মারে এবং তারপর জলঙ্গী নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় চার বছরের শিশু কন্যাকে।
পরবর্তিতে ধুবুলিয়া থানার পুলিশ এসে অভিযুক্ত বুদ্ধদেব ঘোষকে গ্রেফতার করে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত নিজেই স্বীকার করে নেন তার মেয়েকে হত্যা করার কথা। এই ঘটনার জন্য অভিযুক্ত স্বামীর ফাঁসির দাবি করেছেন মেয়ের মা।