
সুরজিৎ দাস, নদীয়া : নবদ্বীপে তৈরি হতে চলেছে রাজ্যের সর্ব বৃহৎ শিব মন্দির। দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থান নদীয়ার নবদ্বীপ ধাম। ভাগীরথি নদীর অপর প্রান্তে নবদ্বীপ ব্লকের মায়াপুর এলাকায় রয়েছে ইস্কনের প্রধান কার্যালয় মায়াপুর মন্দির সেখানেই ইস্কনের উদ্যোগে ২৭ শে ফেব্রুয়ারি তৈরি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ শিব মূর্তি। এই শিব মূর্তির উচ্চতা প্রায় ৮০ ফুট।
বিগত প্রায় একবছর সময় ধরে চলছে মূর্তি নির্মানের কাজ। নিচে কংক্রিটের ভিত করে তার ওপর লোহার রড, প্লাস্টার, ফাইবার সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই মূর্তী।
আগামী ২৭ শে ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকাল ৮:০০ টায় ওই শিব মূর্তির উদ্বোধন করবেন শ্রী শ্রী বিনোদবিহারী দাস মহারাজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ত মহারাজগন।