
প্রতীতি ঘোষ, উত্তর চব্বিশ পরগণা: হাবড়া পুলিশের জালে পাকড়াও বাংলাদেশী। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত কে হাবড়া স্টেশন মোড় থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত বাংলাদেশী মহাকুম্ভে যাওয়ার জন্য ভারতে প্রবেশ করে ভুয়ো পাসপোর্ট ও ভিসার মাধ্যমে। এর আগেও একই পন্থায় একাধিকবার ভারতে প্রবেশ করেছে ধৃত। ভারতে এসে ভুল তথ্য ও নথিপত্র দিয়ে নিজের এবং পরিবারের জন্য তৈরি করে আধার কার্ড এমনকি ব্যাঙ্ক একাউন্টও। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পাসপোর্ট সহ ভারতীয় আধার কার্ড সহ একাধিক নথি। পাশাপাশি ধৃত জমিও কিনেছেন ভারতে। পুলিশ জানিয়েছে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে ধৃতকে। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।