
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগণাঃ জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে গুলি করে খুন দক্ষিণ ২৪ পরগণার উস্থি থানার বাগাড়িয়াতে। নিহত ব্যাক্তির নাম বুদ্ধদেব হালদার। উস্থি থানার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চক দেবী ঘোষ এলাকার বাসিন্দা তিনি। বৃহস্পতিবার রাতে বাগাড়িয়াতে বুদ্ধদেব হালদারের উপর হামলা চালায় দুষ্কৃতিরা। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকরা।
পুলিশ সূত্রে জানা গেছে, বুদ্ধদেব হালদার জমি দালালি সংক্রান্ত কাজ করত। এছাড়া মাটির ব্যবসা করতো। জমিজমা সংক্রান্ত বা মাটির ব্যবসা সংক্রান্ত কোনো বিবাদে জড়িয়ে পড়ার কারণে এই খুন বলে প্রাথমিক ধারণা। এলাকার মানুষও একই কথা বলছেন। তবে কার সঙ্গে বিবাদের জেরে এই খুন বা কারা খুন করল এ ব্যাপারে এখনও কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি। যদিও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে উস্তি থানার পুলিশ। স্থানীয় বিরোধী নেতৃত্ব দাবি করেছে, এটা পুরোপুরি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। যদিও এই দাবি সম্পূর্ণ ভাবে উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।