
ওঙ্কার ডেস্ক : পুরী থেকে ফেরার পথে ঘটল ভয়াবহ বাস দুর্ঘটনা। সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার বাঁধগোড়া এলাকায়। পর্যটক বোঝাই বাসটি ১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ফিরছিল। সেইসময় আচমকা একটি চলন্ত ট্রাক বাসটিকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনাটি রাতে হওয়ায় স্বাভাবিকভাবেই বেশির ভাগ পর্যটক ঘুমিয়েছিলেন। তৎক্ষণাৎ প্রবল ঝাঁকুনিতে তাঁরা চমকে ওঠেন। তাছাড়াও জানা গিয়েছে, কমপক্ষে ৭৬ জন পর্যটক ওই বাসে ছিলেন।
হাসপাতাল সুত্রে খবর, দুর্ঘটনাটিতে ২০ জন পর্যটক আহত হয়েছেন এবং তাদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই সকলকে মকরামপুর গ্রামীণ হাসপাতাল এবং বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। বাসটিতে থাকা অধিকাংশ পর্যটকই বর্ধমানের পাণ্ডবেশ্বর থানা এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনায় কারও মৃত্যু না হলেও সকলেই আতঙ্কিত হয়ে পড়েছেন। দুর্ঘটনার সেই মুহূর্ত কিছুতেই ভুলতে পারছেন না আহত যাত্রীরা। পুলিশের প্রাথমিক অনুমান, চালক ঘুমিয়ে পড়েছিলেন অথবা কোনও ব্রেকের ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক।