
শঙ্কু কর্মকার, দক্ষিণ দিনাজপুরঃ একবছর আগে আজকের দিনেই মহাধুমধামে অযোধ্যায় নতুন করে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই রাম মন্দির প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষে দেশজুড়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের।বালুরঘাটেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার মধ্যে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে রামসাজো প্রতিযোগিতা।
এছাড়া আত্রেয়ী নদীতে বেনারসের আদলে তৈরি আরতি ঘাটে লক্ষাধিক প্রদীপ প্রজ্জ্বলন, বেনারস থেকে আগত পুরোহিত দ্বারা সন্ধা আরতি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে। বুধবার সকালে বালুরঘাট থানা মোড়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় যেই প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানান। এছাড়াও তিনি এদিন বহু বিষয় নিয়ে কটাক্ষ করেন রাজ্য সরকারকে।