
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : শিলিগুড়িতে অনুষ্ঠিত হল “তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল”। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি পৌরনিগমের যৌথ উদ্যোগে এই প্রথম শহর শিলিগুড়ির সেবক মোড় থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত রবিবার আয়োজিত হল তেরাই হিমালয়ান ফেস্টিভ্যালটি। অনুষ্ঠানের প্রথম দিনেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। তেরাই হিমালয়ান ফেস্টিভ্যালটির উদ্বোধন করেন করেন দার্জিলিং জেলাশাসক প্রীতি গোয়েল ও শিলিগুড়ি মেয়র গৌতম দেব। তাছাড়াও উপস্থিত ছিলেন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সি সুধাকার, পৌরনিগমের ডেপুটির রঞ্জন সরকার ও এসডিও শিলিগুড়ি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
ফেস্টিভ্যালটির মূল আকর্ষণ ফ্লাওয়ার শো, পেট শো, আর্ট এক্সিবিশন। পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিশেষ করে দার্জিলিংয়ের ঐতিহ্য এবং সংস্কৃতিকেও তুলে ধরা হবে এই ফেস্টিভ্যালের মাধ্যমে। অনুষ্ঠান চলাকালীন থাকবে বিশেষ পুলিশি নজরদারি এবং গুরুত্বপূর্ণ রাস্তার ওপর অনুষ্ঠানটি হওয়ার দরুন মানুষের চলাচলে যাতে কোনও প্রকার সমস্যা না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।
ভিডিও দেখুন-