
ওঙ্কার ডেস্ক:বুধবার সকাল থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হল গন্ডার শুমারি । ৪০০ জন কর্মী ২১৬ বর্গ কিলোমিটার বিস্তৃত জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার গোনার কাজ করবেন দুই দিন ধরে।সে জন্য দুই দিন বন্ধ থাকছে গরু মারা জাতীয় উদ্যান।জলদাপাড়া জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত।এখানে গন্ডার দেখতে সারা বছর দেশি বিদেশী পর্যটকদের ভিড় লেগেই থাকে।
ভারতবর্ষে গন্ডারের সংখ্যার নিরিখে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পর পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানের স্থান। ২০২২ সালে এই বনাঞ্চলে শেষ গন্ডার শুমারি হয়। সেবছর এখানে ২৯২ টি গন্ডারের হদিশ মিলেছিল। তারপর এই বছর ৫ এবং ৬ ই মার্চ ,এই দুই দিন ধরে গণ্ডার গননার কাজ শুরু হয়েছে। ৪০০, জন বনকর্মীদের সঙ্গে ১৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও এই গন্ডার গণনায় অংশ নিয়েছেন। ট্র্যাপ ক্যামেরা, কুনকি হাতি , এবং হাঁটা পথে ও গাড়ির সাহায্যে ৩৭ টির বেশী টিম গননার কাজ শুরু করেছেন।
জানা গেছে ১৯৮৫ সালে জলদাপাড়া জাতীয় উদ্যানে মাত্র ১৪ টি গন্ডার ছিল। ২০২২ সালে এই বনাঞ্চলে ২৯২ টি গন্ডারের খোঁজ মেলে। এবার সেই সংখ্যা আরো বাড়বে মনে অনুমান করা হচ্ছে।