
প্রশান্ত দাস,মালদা:এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগে উত্তাল মালদার মানিকচক এলাকা । থানায় বার বার অভিযোগ জানালেও কোন ব্যবস্থা না হওয়ায়, জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে ওই নাবালিকার পরিবার।
নাবালিকার পরিবারের অভিযোগ জানুয়ারি মাসের ১৭ তারিখ ওই কিশোরীর মা ও বাবা মালদা শহরে এসেছিলেন । কাজ সেরে বাড়িতে ফিরে দেখেন মেয়ে বাড়িতে নেই। প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন মোটরবাইকে করে ওই নাবালিকাকে তুলে নিয়ে গেছে কয়েকজন যুবক । এরপর বিষয়টি মানিকচক থানায় জানালেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে নাবালিকার পরিবারের অভিযোগ । বাধ্য হয়ে ওই নাবালিকার পরিবার এবার সরাসরি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন।
এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, বিজেপির অভিযোগ এ রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই। পুলিশ শাসক দলের নেতাদেরকে চামচাগিরি করতে ব্যস্ত। তাদের কেউ নিরাপত্তা দিতে পারে না তারা। সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই।