
সুরজিত দাস, নদিয়া: পাট একটি অর্থকারী ফসল। প্রতিবছর কৃষকেরা দুর্গা পুজোর আগে পাট বিক্রি করে মোটা অংকের টাকা উপার্জন করেন। নদীয়ার হাঁসখালীর শান্তিনগর গ্রামের মাঠ ভর্তি পাট চাষ হয়েছে। পাট লাগানোর সময় বৃষ্টি না হওয়ায় ডিজেল চালিত পাম্প মেশিন দিয়ে জল দিতে হয়েছে তাঁদের। তবে এবছর বর্ষা আসার আগেই লাগাতার বৃষ্টির ফলে জমিতে জল জমে নষ্ট হতে শুরু করেছে ফসল। বর্তমানে লাগাতার বৃষ্টি হওয়ায় সমস্যায় কৃষকেরা। এই অবস্থায় চাষীদের মাথায় হাত।
চাষী নীলকমল বিশ্বাস বলেন, পাট চাষে ক্ষতিড় পরিমাণ অনেক। যদি সরকার থেকে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা হয় তাহলে সুবিধা হবে। স্থানীয় কৃষক বলেন, শ্রাবণ মাসের শেষের দিকেই আমাদের এই পাট গুলো জমি থেকে কাটা হতো । যা খরচ করার তা তো হয়েই গেছে। এই অবস্থায় যদি পাট গাছ সব মরে যায় তাহলে বিপুল অংকের টাকার ক্ষতি হয়ে যাবে। একমাত্র সরকারি পারে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধান করতে। তবে আবহাওয়ার খামখেয়ালী তে একাংশ পাট চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এখন দিশাহীন প্রত্যেকটি চাষী।
পাট যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে মহাজনের টাকা শোধ করবেন সেই চিন্তায় এখন কৃষকরা। সরকার যদি তাঁদের পাশে এসে দাঁড়ান তাহলে সুরাহা হয়।