
সুরজিৎ দাস,নদীয়া:শনিবার সকালে মাটির নিচে ফের একটা বাঙ্কারের হদিশ পেল বিএসএফ । শুক্রবার তিনটি বাঙ্কারের হদিশ পাওয়ার পর ,শনিবার সকাল থেকেই নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজাদিয়ায় ফের মাটি তোলার কাজ শুরু করে সীমান্ত রক্ষী বাহিনী। পাশাপাশি জেসিপি লাগিয়ে লোহার বাঙ্কার তোলার কাজ ও শুরু হয়। বিশাল বড় বড় লোহার বাঙ্কার তোলার জন্য পুরো এলাকা বিএসএফ ঘিরে রেখেছিল । এরই মাঝে আরো একটি বাঙ্কারের খোঁজ পাওয়া যায়।সব মিলিয়ে মোট চারটি বাঙ্কার পাওয়া গেছে। প্রসঙ্গত শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ আধিকারিকরা মাটি খুঁড়ে তিনটি বিশালাকার লোহার বাঙ্কারের খোঁজ পায়। এই বাঙ্কার থেকে কয়েক কোটি টাকার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয় । তবে বিএসএফ সূত্রে খবর এখানে শুধু নিষিদ্ধ কাপ সিরাপই রাখা হতো নাকি এই বাঙ্কারের মাধ্যমে চোরা চালান করা হতো,সে বিষয়েও তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের কিছু দূরে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত । তাই অপরাধমূলক কোন কাজ হওয়ার সম্ভাবনা ও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।
ভিডিও দেখুন-