
প্রদীপ মাহাতো, পুরুলিয়াঃ এক সময় পুরুলিয়ায় ছিল মাওবাদীদের দৌরাত্ম। প্রতি মুহূর্তে শোনা যেত গুলির আওয়াজ, স্বজন হারানোর কান্না। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। পুরুলিয়া আজ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। চলতি বছরেও ৩ লক্ষের বেশি পর্যটক এসেছেন অযোধ্যা পাহাড়ে। এই আবহে পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী সংস্কৃতি, কৃষ্টি, ও বৈচিত্রময় প্রকৃতির চিত্র সারা দেশে আরও বেশি করে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া তথা রাজ্যে প্রথমবার আয়োজিত হতে চলেছে রাত্রি ম্যারাথন দৌড়। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে আগামী ২২ শে ফেব্রুয়ারি জেলার অযোধ্যা পাহাড়ে এই রাত্রি ম্যারাথন দৌড় আয়োজিত হবে। ১৪ কিলোমিটার এই ম্যারাথনে মহিলা পুরুষ উভয়ই অংশগ্রহণ করতে পারবেন। পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
জানান, ‘পুরুলিয়া কতটা সুরক্ষিত এবং কতটা উন্নত তা সকলের সামনে তুলে ধরার জন্যই আমাদের এই উদ্যোগ। এবং যে রাস্তা দিয়ে ম্যারাথন হবে সেই রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, কাজেই অনেক অ্যাডভেঞ্চারেস হতে চলেছে এই ম্যারাথন’।
ভিডিও দেখুন-