
ওঙ্কার ডেস্কঃ এবার জোড়া বাঘের আতঙ্কে তটস্থ মৈপীঠের নগেনাবাদ এলাকার বাসিন্দারা। বুধবার সুন্দরবনের জঙ্গল লাগুয়া পাইকপাড়া এলাকা থেকে বাঘের গর্জন শুনতে পান গ্রামবাসীরা। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকার বাসিন্দারা দ্রুত খবর দেয় বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদপ্তরের কর্মীরা। বৃহস্পতিবার স্টিলের জাল দিয়ে জঙ্গল ও নদীর পারে একদিক ঘিরে দেয়ার কাজ শুরু করে। কিন্তু শুক্রবার গ্রামবাসীরা জালের পাশে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। গ্রামবাসীদের অনুমান একটা নয় দুটো বাঘ রয়েছে এলাকায়।
এ বিষয়ে এক বনদফতর আধিকারিক বলেন, আতঙ্কের কোনও কারণ নেই। নদীর ধারের এক দিকে জাল দেওয়া হয়েছে যাতে বাঘ না ঢুকতে পারে । এছাড়াও , রাতে নজরদারিও চলবে বলে জানিয়েছেন তারা। প্রসঙ্গত গত দু’সপ্তাহের মধ্যে ছ’বার মৈপীঠে বাঘ হানা দেয়। নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘ দেখতেও পেয়েছেন অনেকে। এছাড়াও , এলাকায় আলো না থাকার ফলে ঘরের বাইরে বেরতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। তাই বাঘের আতঙ্কে গৃহবন্দী হয়ে পড়েছে গ্রামবাসীরা।
ভিডিও দেখুন-