
স্পোর্টস ডেস্ক :কয়েকদিনের মধ্যেই ওডিআই বিশ্বকাপের সূচী নতুন করে ঘোষণা হতে চলেছে। সেখানে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন পরিবর্তন হতে পারে। সেইসঙ্গেই এবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ নিয়েও দেখা দিয়েছে নতুন করে জল্পনা। আগামী ১২ নভেম্বর কলকাতার ইডেন গর্ডেন্সে ইংল্যান্ড বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই দিনই আবার কালী পুজো রয়েছে। শোনাযাচ্ছে সেই কথা মাথায় রেখেই সিএবির কাছে কাছে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে আপত্তি জানিয়েছে কলকাতা পুলিশ।
সেই দিন কালী পুজো থাকার ফলে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে যে নিরাপত্তার একটা সমস্যাহতে পারে, তেমনই সম্ভাবনার কথা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে নাকি জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। যদিও শেষপর্যন্ত কী হবে তা এখনই বলা সম্ভব নয়। যদিও ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন থেকে নবরাত্রি শুরু হওয়ার জন্য, নিরাপত্তার কথা মাথায় রেখেই সেই ম্যাচের দিন বদলের জন্য আইসিসির কাছে আবেদন করা হয়েছিল। এখনও পর্যন্ত সরকারীভাবে কিছু জানানো না হলেও শোনাযাচ্ছে ভারত বনাম পাকিস্তানের সেই ম্যাচ ১৫-এর বদলে হতে চলেছে ১৪ অক্টোবর।