
তামসী রায় প্রধানঃ কোচবিহারের রাজকুমারী ছিলেন গায়ত্রী দেবী। রাজপুত রাজা দ্বিতীয় মানসিংহের সঙ্গে বিয়ের পরে জয়পুরের মহারানি হন। এবার সেই মহারানি গায়ত্রী দেবীর নাতনি দিয়া কুমারী রাজস্থানের নতুন উপমুখ্যমন্ত্রী। লন্ডনে ইউনিভার্সিটি থেকে স্নাতক করে দর্শন নিয়ে পিএইচডি করেন তিনি। ২০১৩ সালে বিজেপিতে যোগ দেন। ২০১৩ থেকে বিধানসভার সদস্য। কেন্দ্রীয় সরকারের জাতীয় ব্যঘ্র সংরক্ষণের সদস্যও তিনি। বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও সংগঠনের সঙ্গে জড়িত দিয়া।
আর দিয়া নাম উপমুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা হতেই খুশির হাওয়া বঙ্গ বিজেপিতে। আসন্ন লোকসভা ভোটে রাজবংশী ও কোচ অধ্যষিত জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় প্রচারে ঝড় তুলতে দেখা যাবে বলে সূত্রের খবর।