
স্পোর্টস ডেস্ক :২৪ তম গ্রান্ড স্ল্যাম জেতার স্বপ্ন পূরণ হল না নোভাক জকোভিচের। নবাগত চেক প্রজাতন্ত্রর কার্লস অলোকরাজের কাছে উইম্বলডন ফাইনালে হারতে হল জোকারকে।বিশ্বের এক নম্বর বনাম দুই নম্বর, টুর্নামেন্টের শীর্ষ বাছাই বনাম দ্বিতীয় বাছাইয়ের যে রকম ধুন্ধুমার লড়াই দেখার অপেক্ষায় ছিলেন টেনিসপ্রেমীরা, উইম্বলডন ফাইনাল দর্শকদের উপহার দেয় ঠিক তেমনই আগুনে ম্যাচ। শেষমেশ ৫ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে তারুণ্যের কাছে মাথা নোয়াতে হয় অভিজ্ঞতাকে।
৪ ঘণ্টা ৪২ মিনিটের ম্যারাথন লড়াই শেষে ১-৬, ৭-৬, (৮/৬), ৬-১, ৩-৬, ৬-৪ সেটে ফাইনাল জিতে উইম্বলডনের ট্রফি হাতে তোলেন আলকারাজ। রানার্স হয়ে কোর্ট ছাড়তে হয় জকোভিচকে। আর জোকারকে হারিয়ে অলোকরাজ জানালেন,আমি আশা করিনি সে এই বছর ঘাসে এতটা ভালো খেলবে, কিন্তু সে প্রমাণ করেছে যে সে বিশ্বের সেরা খেলোয়াড়।ম্যাচ জিতে কার্লোস আলকারাজ বলেছেন, ‘এটি আমার কাছে একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা।’ তিনি আরও বলেন, ‘আমি আগেই বলেছি, অবশ্যই জয়টা দারুণ, কিন্তু আমি হেরে গেলেও এই আশ্চর্যজনক লড়াইয়ের জন্য আমি সত্যিই গর্বিত। আমাদের খেলার কিংবদন্তির বিরুদ্ধে ফাইনাল খেলে এই সুন্দর টুর্নামেন্টে ইতিহাস তৈরি করছি।’ কার্লোস আলকারাজ আরও বলেন, ‘এই স্টেজে খেলতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। ২০ বছর বয়সি একটি ছেলের পক্ষে এই ধরণের পরিস্থিতিতে সত্যিই দ্রুত পৌঁছানো আশ্চর্যজনক। আমি সত্যিই নিজেকে এবং আমার দল নিয়ে সত্যিই গর্বিত।’