
বেঙ্গালুরুর ১৫টি স্কুলে বোমাতঙ্ক
নিজস্ব প্রতিনিধিঃ বেঙ্গালুরুর ১৫টি স্কুলে পর পর বোমাতঙ্ক। স্কুল কর্তৃপক্ষকে ইমেল করে বিস্ফোরণ ঘটানোর হুমকি অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের। বাদ যায়নি উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাড়ির সামনের স্কুলও। যদিও পুলিশ বলছে, আতঙ্কের কোনও কারণ নেই।
শুক্রবার সকালে স্কুল খোলার পর পরই বেঙ্গালুরুর বিভিন্ন প্রান্তের ১৫টি বেসরকারি স্কুলে ইমেল পৌঁছায়। ইমেলে দাবি করা হয়, সবকটি স্কুলে বোমা রাখা আছে। যে কোনও সময় বিস্ফোরণ ঘটতে পারে। স্বাভাবিকভাবেই ওই ইমেল পাওয়ার পর স্কুলগুলিতে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত অভিভাবকেরা দ্রুত ছেলেমেয়েদের ফিরিয়ে আনতে স্কুলে ছুটে যান। আতঙ্ক আরও বাড়ে।
সূত্রের খবর, হুমকি ইমেল প্রথমে আসে খোদ রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাড়ির সামনের স্কুলে। তার পর জানা যায় শহরের অন্য প্রান্তে আরও ১৪টি স্কুলে এই ধরনের ইমেল গিয়েছে। সবকটি স্কুলেই প্রাথমিকভাবে তল্লাশি শুরু করে বেঙ্গালুরু পুলিশ। কোনও স্কুলে কোনও ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি বলে বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে।