
স্পোর্টস ডেস্ক :নিজামস ক্লিনিকের পরিচালনায় অনুষ্টিত হল চিকিৎসকদের একদিনের ক্রিকেট লিগ। তৃতীয় বার্ষিক এই ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিয়েছিল । নৈশালোকে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ বলে ম্যাচের মীমাংসা হয়। স্পাটার্ন স্ট্রাইকারসকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন গার্টস অ্যান্ড গ্লোরি। ডাঃ আসিফ নিজাম, ডাঃ তথাগত চ্যাটার্জি, ডাঃ নাদিম আক্তার খান , ডাঃ স্বপন কুমার বিশ্বাসের মত খ্যাতনামা চিকিৎসকরা অংশ নেন এই ক্রিকেট টুর্নামেন্টে। অতিথি হিসেবে হাজির ছিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরন বন্দ্যোপাধ্যায়, এসিপি মহম্মদ সিকেন্দার সর্দার সহ বিশিষ্টরা। সাংগঠকদের পক্ষে ডাঃ আসিফ নিজাম জানান , সব চিকিৎসকদের মধ্যে একটা মেলবন্ধন ঘটানোই এই টুর্নামেন্টের উদ্দেশ্য।