
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ আক্ষরিক অর্থেই কান ছুঁয়ে বেড়িয়ে গেল মৃত্যু। এক চুলের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকের পেনসিলভেনিয়ায় শনিবার রাতে নির্বাচনী সভায় ভাষণ দেবার সময় ট্রাম্পের উপর চলল গুলি। শনিবার রাতে পেনসিলভেনিয়ায় নির্বাচনী সভায় ভাষণ দিচ্ছিলেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভাষণ দিতে দিতে হঠাতই মঞ্চের উপর বসে পড়েন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। দেখা যায় তার কান থেকে রক্ত ঝড়ছে। তিন তিনটে গুলির আওয়াজও পাওয়া যায় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের অফিসারেরা। চট জলদি তাঁকে মঞ্চের থেকে নামিয়ে তড়িঘড়ি বেড়িয়ে যান নিরাপত্তারক্ষীরা। ট্রাম্পের মুখ এবং কানে তখন রক্তের চিহ্ন। মার্কিন নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় এক বন্দুকবাজেরও। পাশাপাশি মৃত্যু হয় এক সাধারণ মানুষেরও, জখম আরও ২ ব্যক্তি। কে বা কারা কেন গুলি চালাল তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন বন্ধু ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় আমি উদ্বিগ্ন, এই ঘটনার নিন্দা করছি। গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। ঘটনার নিন্দা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিরোধী দলনেতা রাহুল গান্ধিও। মার্কিন মুলুকেও ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, ফাস্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সহ একাধিক রাজনৈতিক নেতা। নিন্দা করেছেন প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জর্জ বুশও। প্রসঙ্গত আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সেই উপলক্ষে ভোট প্রচার শুরু হয়ে গেছে মার্কিন মুলুকে আর ট্রাম্পের সেই সভাতেই চলল হামলা।