
উজ্জ্বল হোড়,ওঙ্কারঃ অতি ভারী বৃষ্টিপাত ও হড়কা বানে কার্যত বিধ্বস্ত উত্তরের জনজীবন। জলপাইগুড়ি কালিম্পং জেলার সীমানা ফাগু ঝোড়াতে আটকে গেল স্কুল ছাত্র ছাত্রী বোঝাই গাড়ি। মঙ্গলবার স্কুল যাবার পথে ফাগু ঝোড়া পেরোতে গিয়ে ছোটো গাড়ী জলে আটকে যায়। ১৮ জন পড়ুয়া গাড়িতে ছিল বলে জান গিয়েছে। এরা সকলেই গরু বাথান যুদ্ধ বীর উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র ছাত্রী। দ্রুত স্থানীয় মানুষ উদ্ধারের কাজ শুরু করে। গাড়িতে থাকা সকল ছাত্র ছাত্রীদের নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয় স্থানীয় মানুষ। পড়ুয়া সকলেই আশেপাশের চা বাগান ও বন বস্তীর বাসিন্ধা।