
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: ডুয়ার্স জুড়ে উঠল কান্নার রোল।ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন ডুয়ার্সের ৪ শ্রমিক।
সোমবার গভীর রাতে মহারাষ্ট্রের থানের শাহপুরে কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকেরা। সেই সময় আচমকাই একদল শ্রমিকের উপর ভেঙে পড়ে ক্রেন। ক্রেনে চাপা পড়ে প্রাণ হারান বেশ কয়েকজন শ্রমিক। যাদের মধ্যে রয়েছেন ডুয়ার্সের চারজন বাসিন্দা। জানা গিয়েছে এলাকায় পর্যাপ্ত কাজের খোঁজ না থাকায় সংসার সামলাতেই কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন পরিযায়ী শ্রমিকরা।
সূত্রের খবর ,প্রতিদিনের মতোই কাজ চলছিল, সে সময় হঠাৎই একটি ক্রেন শ্রমিকদের ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ, দমকল বাহিনী থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। চলে উদ্ধার কাজ। মর্মান্তিক এই দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন ডুয়ার্সের চার বাসিন্দা পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে আসে তাদের পরিবারে। আগামী দিনে সংসার কিভাবে চলবে এই চিন্তা কুরে কুরে খাচ্ছে মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের।