
উজ্জ্বল হোড়,ডুয়ার্স: ডুয়ার্সের মেটেলি ব্লকে হাতির হানা অব্যাহত, ফের খাদ্যের লোভে জনবহুল এলাকায় হামলা চালাল হাতি। ঘর ভেঙে সাবাড় করলো যাবতীয় খাদ্যসামগ্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে চলে আসে মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। যাবতীয় ক্ষতিপূরণের দাবি করেছেন বাসিন্দারা। এবিষয়ে বন দপ্তরের খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে। খবর পেয়েই এলাকায় গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন বনকর্মীরা।