
উজ্জ্বল হোড়,ডুয়ার্স: মঙ্গলবার ক্রান্তি ব্লকের তেসিমোলা গ্রাম পঞ্চায়েতের অধীনে ডিমকা ঝোরা এলাকার বাসিন্দা আব্দুল সামাদের বাড়ির পুকুরে এক প্রাণীকে দেখতে পান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবেশ কর্মী দের একটি দল। তারা পুকুর থেকে ওই প্রাণীটিকে উদ্ধার করে।এবং জানা গেছে ওই অদ্ভুত দর্শন প্রাণীটি হলো পাঙ্গোলিন। । উল্লেখ্য মুখে দাঁত না থাকায় পূর্বে দাঁতহীন স্তন্যপায়ী প্রাণীদের দলে অন্তর্ভুক্ত করা হতো প্যাঙ্গোলিনকে। কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে বর্তমানে এদের আলাদা একটি দল ফোলিডোটার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার একমাত্র সদস্য বনরুই। পিঁপড়ে জাতীয় প্রাণী খায় বলে আঁশযুক্ত পিঁপড়াভুক নামেও পরিচিত বহু এলাকায়। অনেক উপজাতিরা একে রুহিন করে ডাকে।উত্তরের পাহাড়ী এলাকায় বনরুই এর মূল নিবাস। পরিবেশের ভারসাম্য সহ অন্যান্য বেশ কিছু কারনে বিগত কয়েক দশক ধরে জলপাইগুড়ির বিভিন্ন অঞ্চলে দেখা মিলছে এই পঙ্গোলিনের।এই প্রাণীকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।