
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : ফের একবার উত্তরবঙ্গ ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি. এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের করা মন্তব্যে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে তরজা. তাঁর দাবি, উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করা হোক. এ নিয়ে একটি প্রস্তাব তিনি জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে. দলের অনেকেই তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন. জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায়ও সুকান্ত মজুমদারের সঙ্গে একমত.
ওঙ্কার বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাংসদ জানান, উওর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গ যুক্ত হলে সব থেকে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার. কারণ, কেন্দ্র উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ৯০ শতাংশ অর্থ প্রদান করে. সেই ক্ষেত্রে যদি উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত হয়, রাজ্য সরকারকে মাত্র ১০ শতাংশ অর্থ খরচ করতে হবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে। কয়েকদিনের মধ্যেই এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপি সাংসদরা সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি.
বিজেপি সাংসদ আরও বলেন, উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করতে পারলে, এই অঞ্চলে কর্মসংস্থান বাড়বে, আমাদের ছেলে মেয়েদের ভিন রাজ্যে কাজের জন্য ছুটতে হবে না আর।
প্রসঙ্গত, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি নিয়ে বিভিন্ন সময় সরব হয়েছে বিভিন্ন শিবির. দাবি উঠেছে বিজেপির অন্দরেও. তবে, এমন কোনও পরিকল্পনা নেই বলেও একাধিকবার স্পষ্ট করেছে গেরুয়া শিবির.