
স্পোর্টস ডেস্ক :ড্রাগন বোটিংয়ে দুরন্ত সাফল্য বাংলার। সম্প্রতি বিহারে আয়োজিত দশম ওপেন ও প্যারা ড্রাগন বোট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনা জিতছে বাংলা ।
বৃহস্পতিবার ক্যালকাটা রোয়িং ক্লাবে তাদের সম্বর্ধনা দেওয়া হয়।এই চ্যাম্পিয়নশিপে যারা জিতেছিল তারা এবং সারা ভারত থেকে ৭৮ জন খেলোয়াড় ইকো পার্কে আয়োজিত জাতীয় প্রশিক্ষণ শিবিরে অংশ গ্রহণ করেন ,সেখান থেকে যারা নির্বাচিত হয় তারা পাড়ি দিচ্ছে থাইল্যান্ডে। থাইল্যান্ডে আয়োজিত ওয়ার্ল্ড ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে যে ভারতীয় দল অংশগ্রহণ করবে তাদেরও সম্বর্ধিত করা হয় এদিন। এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন শম্ভু মন্ডল , অনুপ কুমার চৌধুরী ,কে এস রেজি ,ফারুক আহমেদ , সুভাশিষ দাশগুপ্তা , চন্দন রায় চৌধুরী ও শ্রেয়া পাণ্ডে। এদিনের অনুষ্ঠানে তাদের সাফল্য তুলে ধরলেন বেঙ্গল ড্রাগন এন্ড ট্রাডিশনাল বোট এসোসিয়েশনের সহ সভাপতি শাকিল আহমেদ ও সচিব প্রিয়া মুখার্জী। তারা জানান বর্তমানে এই খেলাটি দারুন ভাবে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই খেলাটি সর্ব স্তরে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য স্তরে প্রতিযোগীতা আয়োজিত হতে চলেছে। আগামী অক্টোবর মাসে চিনে এশিয়ান গেমসে ভারতীয় দল অংশগ্রহণ করবে। জাতীয় শিবির আয়োজনে সাহায্য করার জন্য হিডকোর এম ডি দেবাশীষ সেনকে ধন্যবাদ জানান বেঙ্গল ওয়াটার স্পোর্টসের সভাপতি শাকিল আহমেদ।