
স্পোর্টস ডেস্ক :আর কিছু মাস পরেই শেষ হতে চলেছে ‘দ্রাবিড় যুগ’। সুযোগ থাকলেও আর জাতীয় দলের কোচ থাকতে চাইছেন না রাহুল দ্রাবিড়। তাই সব কিছু ঠিক থাকলে টি২০ বিশ্বকাপের পরই নতুন কোচ পেতে চলেছে ভারতীয় দল।
, দ্রাবিড় আর আবেদন করতে চাইছেন না। ২০২১ সালের নভেম্বর মাসে ভারতের কোচ হয়েছিলেন তিনি। গত বছর নভেম্বর মাসে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তাঁর। বিশ্বকাপ শেষে চুক্তি বৃদ্ধি করা হয় দ্রাবিড়ের। চলতি বছর জুন মাস পর্যন্ত রয়েছে সেই চুক্তি। তাই বিশ্বকাপ শেষ হওয়ার পর তাঁর চুক্তির মেয়াদ বৃদ্ধি না করলে চাকরি ছাড়তে কোনও সমস্যা থাকবে না দ্রাবিড়ের। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, কোচের পদের জন্য আবেদন নেওয়া শুরু করবে বিসিসিআই। দ্রাবিড় চাইলে আবার আবেদন করতে পারেন। কিন্তু এখন জানা যাচ্ছে, তিনি আর আবেদন করবেন না। সে ক্ষেত্রে নতুন কোচ পেতে পারেন বিরাট কোহলি-রোহিত শর্মা’রা। বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “আমরা এখনই বলছি না যে নতুন কোচ ভারতীয় না বিদেশি হবেন। এই সিদ্ধান্ত নেবে বোর্ডের উপদেষ্টা পর্ষদ।” শেষ বার ভারতীয় দলের বিদেশি কোচ ছিলেন ডানকান ফ্লেচার। এরপর রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড় জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। বোর্ডের বিজ্ঞাপনে দেওয়া হয়েছে ৩০ টেস্ট অথবা ৫০ ওয়ান ডে খেলতে হবে ভারতের কোচ হতে গেলে আর বয়স ৬০ বছরের নিচে হতে হবে।