তামসী রায় প্রধান, ওঙ্কারঃ বাংলায় শিল্প আনতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন সফর শেষ করে দুবাইয়ে লুলু গ্রুপের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হবে। এই সামিটে বহুজাতিক সংস্থা লুলু-র সঙ্গে মমতার বৈঠকে বাংলায় বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে, বলে স্না গিয়েছে।
আবু ধাবির এই বহুজাতিক সংস্থার লুলু গ্রুপের শিকড় এদেশের কেরলে। লুলুর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর হলেন ইউসুফ আলি মুসালিয়াম ভেট্টিল আবদুল কাদের কেরলের ত্রিশূরের মানুষ। জন্ম, শিক্ষা সব কিছুই কেরলে। পড়াশুনা শেষ করে তিনি দুবাই চলে যান। লুলু গ্রুপ তৈরি করেছিলেন তাঁর কাকা এম কে আবদ্দুলাহ। ইউসুফ সেই ব্যবসাকেই আরও বাড়িয়েছেন। তৈরি করেছেন লুলুর রিটেল ব্যবসা—লুলু হাইপারমার্কেট। সেই সঙ্গে রফতানি বাণিজ্যও শুরু করেছেন ইউসুফ। এ ছাড়াও হোটেল ও রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে তাঁর সংস্থার।
ভারতের ইতিমধ্যে লুলু বিনিয়োগ করেছে, উত্তর প্রদেশের লখনউতে একটি শপিং মল বানিয়েছে লুলু। যা লুলু মল নামে পরিচিত। ইউসুফ আলি মুসালিয়াম ভেট্টিল আবদুল কাদের লুলু লখনউতে ২০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর আগেও কোচিতেও একটি শপিং মল বানিয়েছে লুলু গ্রুপ। এ ছাড়া ভারতে তাদের দুটি উৎপাদন কেন্দ্র রয়েছে। একটি রয়েছে উত্তরপ্রদেশে, অন্যটি মহারাষ্ট্রে। কেরলে দুটি বিলাসবহুল হোটেল চালায় লুলু গ্রুপের। তার মধ্যে অন্যতম হল গ্র্যান্ড হায়াত কোচি। এ ছাড়া দুবাই ও আবু ধাবিতে রিয়েল এস্টেট ব্যবসায় বিপুল বিনিয়োগ রয়েছে লুলু গ্রুপের।
বাংলায় রিটেল ব্যবসা ও ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরিতে লুলু গ্রুপের বিনিয়োগ পেতে আগ্রহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর বাংলায় বড় আকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তালুক গড়ার ব্যাপারে প্রস্তাব দেবেন মমতা। সিঙ্গুরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তালুক গড়ার ব্যাপারে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার।