
সুকান্ত চট্টোপাধ্যায়:দমদম স্টেশনে নন ইন্টার লোকিং এর কাজের জন্য শিয়ালদা বনগাঁ এবং শিয়ালদা হাসনাবাদ লাইনের শতাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।এর ফলে চূড়ান্ত ভোগান্তিতে বারাসাতে রেল যাত্রীরা।তবে শতাধিক লোকাল ট্রেন বাতিল হলেও, কিছু লোকাল ট্রেন চলবে বলে জানানো হয়েছিল রেল কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু শনিবার সকাল আটটার পর থেকে শহরতলীর একাধিক স্টেশনে ট্রেন ভোগান্তির শিকার হন রেল যাত্রীরা।