
স্পোর্টস ডেস্ক :ডুরান্ড কাপের একটি কোয়ার্টার ফাইনাল হবে। তবে সেই ম্যাচে ইস্টবেঙ্গল বা মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে না। কলকাতার দুই প্রধান কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে ভিনরাজ্যে। ২১ অগাস্ট দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ হবে শিলংয়ে। ম্যাচ শুরু হবে সন্ধে সাতটায়। তার আগে কোকরাঝাড়ে প্রথম কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মি ফুটবল টিমের মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এই ম্যাচ শুরু হবে বিকেল চারটেয়। এরপর ২৩ অগাস্ট তৃতীয় কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসি-র মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচ হবে জামশেদপুরের জে আর ডি টাটা কমপ্লেক্সে। ম্যাচ শুরু হবে বিকেল চারটেয়। ২৩ অগাস্টই চতুর্থ কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্স এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ শুরু হবে সন্ধে সাতটায়। পরবর্তী পরিস্থিতি উন্নতি হলে তবেই সেমিফাইনাল আর ফাইনাল কলকাতায়।