
স্পোর্টস ডেস্ক :ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতায় ফিরিয়ে আনতে একত্রিতভাবে সাংবাদিক সম্মেলন করেন তিন প্রধানের কর্তারা। সেই অনুযায়ী তিনটে ম্যাচই ফেরে যুবভারতীতে। কিন্তু ঘরের মাঠে সেমিফাইনাল খেলা হবে না ইস্টবেঙ্গলের। বুধবার শিলংয়ে কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের কাছে ১-২ গোলে হেরে ডুরান্ড থেকে বিদায় নিল কার্লেস কুয়াদ্রাতের দল। টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন। গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল মহমেডান স্পোর্টিং। এবার বিদায় নিল গতবারের রানার্সরা। বাংলার ফুটবলের ব্যাটন একমাত্র মোহনবাগানের হাতে। শিলংয়ে খেলতে গিয়ে ইস্টবেঙ্গলের নাকানিচোবানি খাওয়া নতুন নয়। এর আগেও বহুবার আই লিগে দেখা গিয়েছে। পাহাড়ি ফুটবলারদের গতি এবং দম সমস্যায় ফেলে দলগুলোকে। এদিনও তাই হল। শুরুতেই পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। কিন্তু আবার পরিত্রাতার ভূমিকা নেন নন্দকুমার। কিন্তু রক্ষণের ভুলে শেষপর্যন্ত হেরেই ফিরতে হচ্ছে। আইএসএলের আগে যা চিন্তা বাড়াবে কুয়াদ্রাতের। রক্ষণ মেরামত না করতে পারলে গোটা মরশুম ভুগতে হবে ইস্টবেঙ্গলকে।