
স্পোর্টস ডেস্ক :পরপর ২ বার ডুরান্ড কাপ জেতা হলো না মোহনবাগানের। আর বাঁচাতে পারলো না বিশাল কাইথের হাত। যুবভারতীতে ট্রাইবেকারে নর্থ ইস্ট দলের বিরুদ্ধে ৪-৩ ব্যবধানে হেরে ডুরান্ড কাপ তোলা হলো না বাগানের।ম্যাচের শুরুতেই ৫ মিনিটে গোলের সুযোগ পায় নর্থ ইস্ট তবে জিতিনের জোরালো শট বাঁচিয়ে দেন বিশাল কাইথ।এরপর ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল পেয়ে যায় মোহনবাগান।গ্রেগ স্টুয়ার্ট বল বাড়ান বক্সে থাকা সাহালের দিকে। সাহালকে নর্থ ইস্ট দলের আশির আখতার তাঁর জার্সি ধরে টেনে ফেলেন। পেনাল্টি পায় বাগান। আর পেনাল্টি থেকে গোল করেন জেসন কামিংস।এরপর ১৮ মিনিটে ফের গোলের সুযোগ ছিল মোহনবাগানের। নর্থ ইস্ট বক্সে ঢুকে স্টুয়ার্ট গোলরক্ষককে একা পেয়েও ভুল শট মারেন।এরপর ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল নর্থইস্ট। বক্সের মধ্যে থেকে হেড করেন জিতিন। তবে বিশাল বাঁচিয়ে দেন । এরপর বাগানের বিদেশি আলবের্তো রদ্রিগেস চোট পেয়ে বেরিয়ে যান । তার জায়গায় আশিস রাইকে নামানো হয়।৪০ মিনিটে মনবীর সিংয়ের জোড়ালো শট বাঁচিয়ে দেন নর্থ ইস্ট গোলকিপার ।এরপর অতিরিক্ত সময়ের ৪৯ মিনিটে লিস্টন কোলাসোর পাসে গোল করে ব্যবধান বাড়ান আব্দুল সামাদ। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।সেকেন্ড হাফে ছন্নছাড়া ফুটবল খেলে মোহনবাগান।৫৫ মিনিটে এক গোল শোধ করে নর্থইস্ট। বক্সের মধ্যে ঢুকে আজরাইয়ে গোল করে যান।
তিন মিনিট পরেই জন্ আব্রাহামের দল। বক্সের মধ্যে থেকে চলতি বলে শট মারেন গুলেরমো। ডিফেন্স ভুলেই গোল হজম করে মোহনবাগান।এরপরও মোহনবাগান আরও দুটো গোল হজম করতে পারত। কিন্তু বিশাল কাইথ অনবদ্য সেভ করেন। আর মোহনবাগান গোলের সুযোগই করতে পারেনি। ম্যাচ আবার ট্রাইবেকারে যায়। তবে এবারে বিশাল কাইথ সেভ করতে ব্যর্থ। পেনাল্টি মিস করেন লিস্টন কোলাসো আর অধিনায়ক শুভাশিস বসু। প্রথমবার ট্রফি পেল নর্থ ইস্ট। হতাশ বাগান সমর্থকরা।যদিও তারা এদিনও আরজিকর কাণ্ডের প্রতিবাদ করে ট্রিফো লাগান গ্যালারিতে। যেখানে লেখা ছিল, তোর ভয় নেই বোন আমরা প্রতিবাদ করতে জানি।