
স্পোর্টস ডেস্ক :–গতবার ডার্বি ম্যাচে টিকিট বন্টন নিয়ে বিস্তর জটিলতা হয়েছিল। গতবার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আগাম সতর্ক ডুরান্ড আয়োজকরা। বৃহস্পতিবার ডুরান্ড কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডার্বি সহ তিন প্রধানের সব ম্যাচের টিকিট বন্টন নিয়ে বিস্তারিত ঘোষণা হল।ইস্ট-মোহনের ডার্বি ম্যাচে দুই ক্লাবকে ৫ হাজার করে টিকিট দেওয়া হবে। পাশপাশি আইএফএকে দেওয়া হবে ১২০০ টিকিট। ডার্বি ছাড়াও যুবভারতীতে তিন প্রধানের খেলা থাকেলই একই সংখ্যক টিকিট বন্টন করা হবে। ইস্ট-মোহনের ডার্বিতে মহমেডানকে ২,৫০০ টিকিট দেওয়া হবে। তিন প্রধানের কিশোর ভারতীতে খেলা থাকলে সংশিষ্ট ক্লাবকে ২ হাজার টিকিট দেওয়া হবে। আইএফএ-কে দেওয়া হবে ৫০০ টিকিট।ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘এবার একটা জিনিস খুব ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে টিকিটিগুলি দাম দিয়ে বিক্রি হবে, তার একটা অংশ অনালাইনে বিক্রি করা হবে, বাকি অংশ যে দলের ম্যাচ খাকবে সেই ক্লাবের কাউন্টার থেকে বিক্রি হবে। অর্থ্যাত মোহনবাগানের ম্যাচ হলে মোহনবাগান ক্লাব থেকে, ইস্টবেঙ্গল বা মহমেডানের খেলা থাকলে সেই ক্লাব থেকেই বিক্রি হবে। আমরা চাই সব দলের সমর্খকরা মাঠে আসুন।এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ডুরান্ড কাপ অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আর সি শ্রীকান্ত,ভিএসএম, ডুরান্ড কাপ অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল আর এ মোগে, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব শ্রী রাজেশ সিনহা।