
স্পোর্টস ডেস্ক: রবিবার ডুরান্ড কাপের ফাইনালে ডার্বি। সমর্থকদের কৌতূহল কবে থেকে আর কীভাবে পাওয়া যাবে টিকিট! শোনা যাচ্ছে ১ ও ২ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্রি হবে ডুরান্ডের টিকিট। ৩ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিক্রি হবে টিকিট। আগে এলে আগে পাওয়া যাওয়ার ভিত্তিতে টিকিট বিক্রি করা হবে। দুই ক্লাব থেকে টিকিট বিক্রির সময় এক। ১৩২ তম ডুরান্ড কাপে সব ম্যাচের মত ফাইনালেও অনলাইন টিকিট থাকছে না । টিকিটের দামও থাকছে অপরিবর্তিতই। গত ৮ টি ডার্বিতে হারের পরে প্রায় সাড়ে ৪ বছর পরে গত ডুরান্ড কাপের ডার্বিতে ১-০ গোলে নন্দকুমারের গোলে জেতে ইস্টবেঙ্গল। সেই কারণে টিম মোহনবাগানের কাছে রয়েছে ফাইনালেই বদলার সুবর্ণ সুযোগ।এদিন এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়ে মোহনবাগানের সাদিকু বলেন, ‘সমর্থকরা ডার্বি জিততে চায়। কোচ যাই বলুক না কেন, আমার কাছে রবিবারের ডার্বি বদলার। কারণ আগের ডার্বি আমার প্রথম ম্যাচ ছিল। আমি খুব বাজে খেলেছিলাম। আজ দলের হয়ে জয়সূচক গোল করে দারুণ লাগছে। এবার আশা করি সমর্থকরা আমাকে ভালবাসবে।’ গোল এবং জয় দু’বছরের ছেলেকে উৎসর্গ করলেন সাদিকু। বিশ্বমানের গোলের পর অভিনব সেলিব্রেশন দেখা গিয়েছিল। এদিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দ বলেন, ‘আমার কাছে ডার্বি বদলার নয়। কারণ এটা আমাদের প্রাক মরশুম প্রস্তুতি। আমাদের সামনে এএফসি কাপ আছে। আইএসএল আছে। সেগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে।’