
স্পোর্টস ডেস্ক :উদ্বোধন হয়ে গেলো ১৩২তম ডুরান্ড কাপের । এদিন যুবভারতীতে টুর্নামেন্টের কিক অফ করলেন রাজ্যে র মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন আর্মি স্টাফের প্রধান জেনারেল মনোজ পাণ্ডে এবং ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফট্যানেন্ট জেনারেল রানা প্রতাপ কালিটা। মুখ্যমন্ত্রী বলেন, ‘সবার আশীর্বাদ ও দোয়ায় আর্মি এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ডুরান্ড কাপ শুরু হল। সব টিমকে স্বাগত। ইন্ডিয়া এবং বাংলাদেশের সবাইকে অভিনন্দন।’
এদিন বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে ডুরান্ড কাপের সূচনা হল। মাদ্রাস রেজিমেন্ট কেরলের বিখ্যাত ‘কলারিপায়াট্টু’ পারফর্ম করে। পাঞ্জাবের মার্শাল আর্টস ‘গাটকার’ প্রদর্শন করে শিখ এবং পাঞ্জাব রেজিমেন্ট। মারাঠা রেজিমেন্টের ফেন্সিং শো। নাচের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি তুলে ধরা হয়। পারফর্ম করে অসম রেজিমেন্টও।
এবারের টুর্নামেন্টকে ৬টি গ্রুপে ভাগ করে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। মোট ৪৩টি ম্যাচ হবে। ১২টি আইএসএলের দল খেলবে এবারের ডুরান্ড কাপে। দুটো বিদেশি দলও অংশ নেবে। টুর্নামেন্টের ২৭ বছরের ইতিহাসে যা প্রথম। এ, বি, সি গ্রুপের খেলাগুলো কলকাতার চারটে মাঠে হবে। প্রথমদিন গ্রুপ এ-র ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টসের মুখোমুখি বাংলাদেশ সেনা ফুটবল দল।ডুরান্ড কাপ ২০২৩-এ কলকাতার দুই দলের গ্রুপ পর্ব ও নক আউট পর্বের সূচী
৩ অগাস্ট- মোহনবাগান এসজি বনাম বাংলাদেশ আর্মি (সন্ধ্যা ৫.৪৫)
৬ অগাস্ট- ইস্টবেঙ্গল এফসি বনাম বাংলাদেশ আর্মি (বিকেল ৪.৪৫)
৭ অগাস্ট- মোহনবাগান এসজি বনাম পাঞ্জাব এফসি (সন্ধ্যা ৬.০০)
১২ অগাস্ট- মোহনবাগান এসজি বনাম ইস্টবেঙ্গল এফসি (বিকেল ৪.৪৫)
১৬ অগাস্ট- ইস্টবেঙ্গল এফসি বনাম পাঞ্জাব এফসি ( সন্ধ্যা ৬.০০)
কোয়ার্টার ফাইনাল
২৪-২৭ অগাস্ট (প্রতিদিন সন্ধ্যা ৬.০০)
সেমিফাইনাল
২৯ অগাস্ট- কোফা ১ জয়ী বনাম কোফা ২ জয়ী (বিকেল ৪.০০)
৩১ অগাস্ট কোফা ৩ জয়ী বনাম কোফা ৪ জয়ী (বিকেল ৪.০০)
৩ সেপ্টেম্বর- ফাইনাল (৪.০০